Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম বিজয়ী না হলে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হবে -কসরে হাদী খানকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ৫:৪৬ পিএম

কসরে হাদী খানকার জিম্মাদার শাহ সূফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেছেন, চলমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামকে বিজয়ী না করলে পৃথিবী অচিরেই ধ্বংস হওয়ার উপক্রম হবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার অংশ হিসেবে কেমিক্যাল অস্ত্র জীবানু অস্ত্র ও পারমানবিক অস্ত্রের বিস্তার ঘটছে। এসব পারমানবিক অস্ত্রের নিয়ন্ত্রন চলে যাচ্ছে মানবিক মূল্যবোধহীন অর্থপিপাসু পরাশক্তিদের হাতে। অপরিনামদর্শী মানবিক মূল্যবোধহীন ভোগবিলাসী নেতাদের হাতে এসব পারমানবিক অস্ত্র মোটেই নিরাপধ নয়। যে কোনো মুহূর্তে এসব অস্ত্রের ঝণঝণানিতে মানব সভ্যতা ধ্বংস হওয়াই স্বাভাবিক। এমতবস্থায় মানবিক মূল্যবোধ সম্পূর্ণ নৈতিক চরিত্রবান রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে গেলেই কেবল এসব পারমানবিক অস্ত্রের ধ্বংসলিলা থেকে পৃথিবী রক্ষা পাবে। কিন্তু অঢেল অর্থের মালিকানার কারণে যে কোনো লোভী ও ভোগী লোক ক্ষমতায় যেতে পারছে। ট্রাম্পই এর উদাহরণ। নেতৃত্বের যোগ্যতার গুণাবলী তাদের দরকার হয় না। এ পরিস্থিতিতে সামনে আরো ভয়ঙ্কর দিন আসছে। তাই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গায়েবী সাহায্য পাওয়ার যোগ্যতা সম্পন্ন নেতার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ