বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : সউদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। গত শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের পুত্র কামরুল ইসলাম(৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র এয়াছিন ওরফে ফকির (৩৪)। নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশি ফরিদ আহমদ ভুঁইয়া গতকাল সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, সউদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরীতে কাজ করতো কামরুল ইসলাম ও এয়াছিন। ফ্যাক্টরীর উপরেরই ছিল তাদের থাকার বাসা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এছাড়া আহত হয়েছেন এক ইয়েমেন নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার শেষে ছৌমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর এয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম জানান, দুই বাংলাদেশী মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজ নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।