Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে রয়েল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসুতির মরিয়ম বেগমের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হসপিটাল মালিক চিকিৎসক সোলায়মানসহ সবাই পলাতক রয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা হসপিটাল ঘেরাও করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরক্তি পুলিশ মোতায়ন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। গত ৬ মাসে এ হাসপাতালে একইভাবে আরো তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে মরিয়ম বেগমকে রয়েল হসপিটালে ভর্তি করে স্বজনরা। এর কিছুক্ষন পর হসপিটালের মালিক চিকিৎসক সোলায়মান মরিয়ম বেগমকে দেখে তাড়াতাড়ি সিজার করার জন্য বলেন। তার কথা মত মরিয়ম বেগমকে চিকিৎসার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন স্বজনরা। রাত ৪টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মরিয়ম বেগমকে। অপারেশনের সময় চিকিৎসকের সঙ্গে অজ্ঞান ডাক্তারসহ অন্যরা থাকার কথা থাকলেও সোলায়মান ছাড়া আর কেউ ছিলনা বলে অভিযোগ করেন স্বজনরা। ভোর বেলায় রোগীর অবস্থা ভালো নয় বলে দ্রæত তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক সোলায়মান পরামর্শ দেন। এর তাকে ঢাকা নেয়ার পথে কুমিল্লার একটি হাসপাতালে দেখালে কর্তব্যরত চিকিৎসক জনান, মরিয়ম বেগম আরো দু ঘন্টা আগে মারাগেছেন। এতে রয়েল হসপিটালে অপারেশন করার সময় ভুল চিকিৎসায় মরিয়ম মারা গেছে বলে দাবী করেন তারা। এ ঘটনার পর চিকিৎসক সোলায়মান হোসেনসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ