Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডিয়া দেদারসে সরকারের সমালোচনা করে যাচ্ছে -রাবি ভিসি

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের গণমাধ্যমগুলোকে একহাত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান। গতকাল সোমবার সকালে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যধয়নরত নাটোরে জেলার শিক্ষার্থীদের মিলনমেলায় বক্তৃতাকালে তিনি মিডিয়ার সমালোচনা করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে মিডিয়া দেদারসে সরকারের সমালোচনা করছে। সরকারের ভালো কাজ মিডিয়া দেখতে পায়না। দেশে গণতন্ত্র নেই বলে মিডিয়া। সরকারকে ‘স্বৈরাচারী’ বলেও মিডিয়া প্রচার করে। সরকার যদি স্বৈরাচারী হতো, তবে হাতেগোনা ২/৪টি সংবাদপত্র থাকতো। মিডিয়ায় সংবাদ প্রচারে সেন্সরশীপ আরোপ করা হতো। দেশে যদি গণতন্ত্র না থাকতো, তবে কিভাবে সরকারের সমারোচনা করা যেত- বলে প্রশ্ন রাখেন রাবি ভিসি। সংবাদপত্রের মালিকদের উদ্দেশ্য করে ভিসি বলেন, আমেরিকায় গণমাধ্যমের সংখ্যা ৭১টি। অথচ এদেশে সংবাদপত্রেরই সংখ্যা হাজার হাজার। কি অসৎ উদ্দ্যেশ্যে সংবাদপত্রের মালিক বনে গিয়েই সরকার বিরোধী কথা লিখে কাটতি বাড়ান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, চট্টগ্রামস্থ নাটোর সমিতির সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ