Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বল্প বিরতির নাটক সুলতান

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

আহসান আলমগীর-এর রচনা ও দেবাশীষ বড়–য়া দ্বীপ-এর পরিচালনায় নাটক ‘সুলতান’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৯টা ০৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবস্তি কর, রাশেদা চৌধুরী, রাশেদ মামুন অপু, কাজল সুবর্ণ প্রমুখ। ২৫ বছর পর বাড়ি ফিরে এসে এক যুবক দাবি করছে, সে এই বাড়ির পালিয়ে যাওয়া দশ বছর বয়সী কিশোর সুলতান। তাকে দেখে কেউই বিশ্বাস করছে না। সুলতান ছোট বেলার অনেক ঘটনা শোনায়, কিভাবে সে বাড়ি থেকে পালিয়েছিলো, স্কুলের স্যার তাকে মেরেছিলো বলে সে স্কুল পালিয়ে খেলায় চলে যেতো। স্কুল কামাই দেওয়ার কারণে বাবা তাকে বেদম মেরেছিলো। বাবার উপর অভিমান করে সে ট্রেনে চেপে অজানা গন্তব্যে চলে গিয়েছিলো। সবাই অবিশ্বাস করলেও বৃদ্ধা মা দাবি করে, এইতো গালে তিল, সুলতানের গালেও তিল ছিলো। সুলতানের সেই ব্রæ, কথার টোন তার কানে এখনো বাজে। আবেগে আপ্লুত মায়ের কাছে সবাই হার মানে, হ্যাঁ এই সুলতানই তাদের হারিয়ে যাওয়া ছোট ভাই। এরই মধ্যে সুলতানের বিয়ে ঠিক হয়ে যায়। বর সাজিয়ে সুলতানকে নিয়ে সবাই রওয়ানা দেবে তখনই তাদের বাড়িতে উপস্থিত হয় ঠিক একই চেহারার আরেক সুলতান ! যে কিনা বর্তমান সুলতানের ফটোকপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ