বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণ করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্রী ফাতেমার ২৪ঘন্টার পর তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় ফরহাদ নামে এক যুবক মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে পানি থেকে ফাতেমার লাশ উদ্ধার করে। জানা যায়, ফাতেমা আক্তার মিলি (১৭)। সে এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। ফাতেমা মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে। রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।