Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে পিলখানায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদর দপ্তর পিলখানায় সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)-এর প্রধান পৃষ্ঠপোষক (বিজিবি মহাপরিচালকের পতœী) বেগম দিলশাদ নাহার আজিজ প্রধান অতিথি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিএসসি, জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌফিকুল হাসান সিদ্দিকী। এছাড়া শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল ইসমত আরা বেগম ও মনোবিজ্ঞানী নাঈমা ইসলাম (চয়ন) আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম দিলশাদ নাহার আজিজ বিজিবি পরিবারের বিশেষ শিশুদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পিলখানায় কর্মরত বিজিবি›র সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং বিজিবি পরিবারের বিশেষ শিশু ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে পিলখানায় আলোচনা সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ