Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র নাছির নিজেই হাসপাতালে নিয়ে গেলেন বাঁচানো গেল না তাকে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাসের ধাক্কায় আহত নূর মোহাম্মদ (৬৫) সড়কের পাশে ছটফট করছেন। পরনের সাদা পাঞ্জাবি-লুঙ্গি রক্তে ভেজা। উৎসুক জনতার ভিড় জমে গেলেও আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিচ্ছিল না কেউ। এমন দৃশ্য দেখে নিজের গাড়ি থামিয়ে আহত ব্যক্তির দিকে এগিয়ে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রটোকলে থাকা পুলিশকে বেপরোয়া বাসটি আটকের নির্দেশ দিয়ে রক্তাক্ত নূর মোহাম্মদকে নিজের গাড়িতে তুলে নেন মেয়র। এরপর তাকে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে বলেন কর্তব্যরত চিকিৎসকদের। বৃদ্ধের হাতে চিকিৎসার খরচও দিয়ে দেন তিনি। তবে হাসপাতালের চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে কয়েক ঘণ্টা পর বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক হয়ে কক্সবাজার যাওয়ার পথে অসহায় এ মানুষটির সাহায্যে এগিয়ে আসলেন মেয়র। ঈদের ছুটিতে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া মেয়েকে আনতে কক্সবাজার যাচ্ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ