Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অপর দুই মামলার হাইকোর্টের আদেশ চেম্বারে বহাল

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হয়নি। খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারককে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে ঢাকায় করা দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদন দ্রæত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।
পরে এহসানুর রহমান পরে বলেন, বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় বিএনপি চেয়ারপারসনের পক্ষে জামিন আবেদনসহ আপিল দায়ের করা হয়েছিল। কিন্তু স¤প্রতি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে এ সংক্রান্ত হওয়া আদেশ অনুযায়ী আমরা নির্দেশনা চেয়েছিলাম। সে অনুযায়ী আদালত কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারককে জামিন নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিলটি নিষ্পত্তি করে দিয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক বলেন, খালেদা জিয়ার জামিনসহ আপিলটি নিষ্পত্তি করে দিয়ে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করতে। বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় গত ৫ জুন জামিনসহ আপিল করেন খালেদা জিয়া।
২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি পুলিশ এ মামলা করে। প্রথমে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হলেও পরে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রূপানতর করা হয়। গত ২৮ মে কুমিল্লার সংশ্লিষ্ট আদালতে গ্রেফতার দেখানোর আবেদনের সঙ্গে জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে ৮ অগাস্ট পরবর্তী শুনানির জন্য রাখে আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনসহ আপিল আবেদন করেছিলেন খালেদা জিয়া, সেটিই আজ নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। এই মামলাটিই বাতিল চেয়ে হাইকোর্টে করা খালেদা জিয়ার আরও একটি আবেদন বিচারাধীন রয়েছে।
দুই মামলায় হাইকোর্টের আদেশ চেম্বারে বহাল: মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও জাতীর মানহানির অভিযোগে ঢাকায় করা দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদন দ্রæত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল আবেদন দুটি ২৫ জুন আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন। গত ৩১ মে এ দুই মামলায় খালেদা জিয়াকে জামিন না দিয়ে আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। গ্রেফতার দেখাতে খালেদা জিয়ার পক্ষে যে আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট আদালতে, তা গ্রহণ করে নিষ্পত্তি করতে বলা হয় আদেশে। পরে সেই আদেশটিই বিচারপতিদের স্বাক্ষরের পর গত ৬ জুন সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে। লিখিত আদেশে বিএনপি চেয়ারপারসনের গ্রেফতারি পরোয়ানা কার্যকরসহ জামিন আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভুল পথে অগ্রসর হয়েছেন বলে পর্যবেক্ষণে আসে।
রাজাকারদের মদদ দেয়া ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা দুটি করা হয়। ২০১৭ সালের ২৫ ফেব্রæয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি এ বি এম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন জমা দেন। ২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন।

 



 

Show all comments
  • রমিজ উদ্দিন ১২ জুন, ২০১৮, ২:৫১ এএম says : 0
    আশা করি এবার খালেদা জিয়ার মামলা দ্রুত নিষ্পত্তি হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ