Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে বাড়ী ভাংচুর, হামলা-লুটপাট, আহত ৬ আটক ৩

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মধ্যযুগীয় কায়দায় একটি উশৃঙ্খল চক্র একটি নিরহ পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ১০ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নে দক্ষিণ বাশবাড়ী (শালবাড়ী) গ্রামের ইসাহাক আলীর পরিবারের উপর একই গ্রামের মুন্সুর আলীর ভাড়াটিয়া প্রায় ৫০ জন লোকজন দিয়ে মধ্যযুগীয় কাদায় হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে লুটপাট করে পালিয়ে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ৮ জন। আহতরা হলেন হজরত আলী (৪০), আনারুল ইসলাম (৩৫) দেলোয়ার হোসেন (২২), শিউলি এবং ৯ম শ্রেণীর ছাত্রী আকতারা ও মোশারফ হোসেন (৩০)। তাদের আহত অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ঘটনার দিন রাতে ইসাহাক আলী বাদী হয়ে ১২জনকে আসামী করে রাণীশংকৈল থানায় মামলা রুজু করে। মামলা নং ৬।
সরেজমিনে তদন্তকালে প্রতিবেশী মাসুদ, মফিজুল রবিউল সহ আরো অনেকে সাংবাদিকদের জানান, ঘটনাটি ঘটিয়েছে ভূমিদস্যুর মত। অমানবিক ভাবে তাদের প্রতি নির্যাতন চালানো হয়েছে। মনে হয়েছে ৭১’র মত ঘটনা ঘটেছে। ঘটনা স্থলে পুলিশ যাওয়ার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। ওই দিন রাতে ওই এলাকায় পুলিশি অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে। আসামীরা হলেন-এনামুল হক (২৫), গিয়াস উদ্দীন (৫০) ও বদরুদ্দীণ (৩২)। পরদিন সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বাকী আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে জানান। আসামী মুন্সুর আলীর ছেলে মোশারফ হোসেন বলেন, ঘটনাটি অপরিকল্পিত ভাবে ঘটেছে। অপরদিকে বাদী ইসাহাক আলী জানান, আসামী পক্ষ পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করে মালামালসহ নগদ টাকা ও সোনা দানা প্রায় ৫লক্ষ টাকা লুট করেছে। বর্তমানে তারা গাছতলায় মানবেতর ভাবে জীবন যাপন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ