পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্পোর্টস রিপোর্টার : ঘনিয়ে আসছে ঈদ। ঘনিয়ে আসছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকী। আর ঈদ-উল-ফিতরের বাকি ৫-৬ দিন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। এরই মধ্যে দেশের ফুটবলপ্রেমীরা এই বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি থাকায় এ দুটি দল নিয়েই মাতামাতি তুঙ্গে।
রাজধানী ঢাকা দেশের বিভিন্ন শহরের বিভিন্ন দোকানে, অলিতে-গলিতে, পাড়া-মহাল্লায় পতাকা বিক্রি হচ্ছে। অনেক বাড়ির ছাদে এরই মধ্যে ঠাঁই পেয়েছে প্রিয় দলের পতাকা। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি। সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছেন। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু’বারের শিরোপাজয়ী আর্জেন্টিনার সর্মথক বেশি হলেও ইতালি ও জার্মানি, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের সমর্থকও কম নয়।
মূলত আগের যুগে পেলে-ম্যারাডোনা আর এখন মেসি নেইমার, সাথে রোনালদোও আছেন। প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের জার্সি কিনতে দেখা যাচ্ছে ফুটবলপ্রেমীদের।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদেরও বাকি আর ৫-৬ দিন। তাই দুই আনন্দ একসাথে উপভোগ করবে দেশবাসী। এই জন্য পাইকারী-খুচরা কেনাবেচার সবচেয়ে বড় মার্কেট গুলিস্তান। এই উপক্ষকে কেন্দ্র করে গুলিস্তানসহ দেশের বিভিন্ন শো-রুমগুলোতে চলছে জার্সি-পতাকা বিক্রির ধুম। ঈদের পোষাকের সঙ্গে এবার অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে প্রিয় দলের জার্সি আর পতাকা।
তবে রাজধানীর খিলগাঁও এলাকায় চোখে পড়লো এক ভিন্ন চিত্র। আবুল হোসেন। বয়স পঞ্চোশোর্ধ। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রিকশা চালান। বিশ্বকাপ ফুটবল আমাদের চাইতে তার কাছে যেনো বেশি গুরুত্বপূর্ণ! তার রিকশা দেখলেই বোঝা যায় তিনি কোন দলের সমর্থক। মেসি-ম্যারাডোনার দেশ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তাই গায়ে আর্জেন্টিনার জার্সি। পুরো রিকশা যেনো একটা আর্জেন্টিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।