Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজেলের মেমোতে পেট্রোল পাচার, আটক ২

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজেলের ক্যাশমোমোতে পেট্রোল পাচারের অভিযোগে ড্রাইভার ও হেলপারসহ একটি ট্রাক আটক করেছে কোষ্টগার্ড। যার নং-ঢাকা মেট্রো-অ-১১-৩৮৬৭। ট্রাকটিতে ৩০টি ড্রামে ৬ হাজার লিটার চোরাই পেট্রোল রয়েছে। রবিবার দিবাগত রাত ৩টায় কোষ্টগার্ড পশ্চিম জোনের মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম এটি আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আটক ড্রাইভার হচ্ছেন শিবচর উপজেলার গফুর মল্লিকের ছেলে ওবায়দুর রহমান(৫০) ও হেলপার মুন্সিগঞ্জের উত্তর মহাখালী গ্রামের রমিজ মোল্লার ছেলে রতন মোল্লা(৩০)।
নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আটক ড্রাইভার এই পেট্রোল নিয়ে ঢাকা থেকে শরণখোলায় যাচ্ছিলো। তার সাথে থাকা মেমোতে বাংলালিংক টাওয়ার রায়েন্দা’র নামে লেখা রয়েছে ৩০ড্রাম ডিজেল। ড্রাইভারের কাছে থাকা ক্যাশমোমোটি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার মো. মনির এন্ড সন্স এর। এই পেট্রোল চোরই পথে এসেছে বলেও মন্তব্য করেন ইউএনও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ