বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লোহাগাড়া (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবি দুজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার আমতলী উত্তর নাথপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার সুশীল নাথের মেঝ ছেলে প্রবাসী আশু নাথ (২৮) ও প্রবাসী বাসু নাথের স্ত্রী রিটা দেবী (৩০)।
জানা যায়, রবিবার সন্ধ্যায় বাড়িতে মেইন সুইচ বন্ধ করে বৈদ্যুতিক কাজ করছিল আশুতোষ। এ সময় অসাবধানতাবশত তার মা বাড়ির আশপাশের ঘরে বিদ্যুৎ জ্বলছে তাদের ঘরে মেইন সুইচ বন্ধ দেখে তা চালু করে দেন। সঙ্গে সঙ্গে আশুতোষ বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় তার পাশে থাকা ভাবি রিটা রানী আশুতোষকে ছাড়ানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, নিহত রিটা দাশ ৩ সন্তানের জননী। তার স্বামী বিদেশে রয়েছেন। অপর দিকে নিহত আশুতোষ নাথ মাত্র মাস খানেক আগে বিয়ে করার উদ্দেশে দেশে আসেন। আগামী পহেলা বৈশাখ প্রবাসী আশু নাথের বিবাহের দিন ধার্য ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এস আই আতিকুর রহমান খান এ ঘটনার ব্যাপারে পুলিশ অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।