Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক ভালো, হবে না যানজট

সমস্যায় ছুটে যাবো : সেতুমন্ত্রী

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৮ পিএম, ৯ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সড়কের অবস্থা অন্য যেকোন সময়ের চেয়ে বেশ ভালো। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য সড়কপথে কোনো যানজট হবে না। যদি কোনো সমস্যা হয় তবে আমি ঘটনাস্থলে ছুটে যাবো।
গতকাল সকালে তেজগাঁওস্থ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন। এছাড়া রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন তিন কার্য দিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সড়কে ঈদযাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, গত কয়েকবারের তুলনায় এবার ঈদযাত্রায় যানজট হবে না। ঈদে আপনারা আতঙ্ক ছড়াবেন না। ঈদে সড়কে বড় কোনো সমস্যা হবে না। সড়কপথে কোনো যানজট হবে না। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের অবস্থা ভালো। ঢাকা-টাঙ্গাইল সড়কে ফোরলেনের কাজ চলছে, ঈদের সামনে এই সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ আছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দি এই তিন সেতুর সমস্যা তো ডিসেম্বর পর্যন্ত থাকবে, তা আগেও ছিল। তারপর বৃষ্টি-বাদলের কারণে নির্মাণাধীন ঢাকা-এলেঙ্গা মহাসড়কে যাত্রা কিছুটা বিঘœন হতে পারে। তবে ঈদে নির্বিঘেœ চলাচল করতে সংস্কারের কাজ বন্ধ রেখেছি। এছাড়া যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরেই তা করতে বলেছি।’
হাইওয়ে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এবার হাইওয়েতে অতিরিক্ত পুলিশ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করেছি। ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবারও বলছি ঈদে সড়কে যানজট হবে না।’
উল্টোপথে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে মন্ত্রী বলেন, ‘আপনারা সজাগ থাকবেন উল্টোপথে যেন কোনো ভিআইপি যাতায়াত না করতে পারে। এটা আমার দায়িত্ব, উল্টোপথে কোনো ভিআইপিকে আমি অ্যালাউ করতে পারি না। ১০ জন ভিআইপির জন্য লাখো মানুষের সমস্যা মেনে নেওয়া হবে না। সবার মানসিকতার পরিবর্তন করে উল্টোপথে না গিয়ে সঠিকপথে যাতায়াত করতে হবে। রং সাইডে কোনো গাড়ি চলবে না।’
মন্ত্রী বলেন, ‘ভারী যানবাহনের পাশাপাশি ঈদের তিন দিন ব্যাটারিচালিত কোনো যানবাহন মহাসড়কে চলবে না। ফিটনেসবিহীন গাড়িও হাইওয়েতে চলবে না। এগুলোর কারণে সড়কে প্রাণ ঝরছে। বিআরটিএ নাকে তেল দিয়ে ঘুমায় ফিটনেসবিহীন যানবাহন তারা বন্ধ করে না। বিআরটিএ কয়েকটি লোক দেখানো অভিযান পরিচালনা করে। হাইওয়েতে ফিটনেসবিহীন গাড়ি জটলা তৈরি করতে পারে।’
এছাড়া রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন তিন কার্য দিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের
শুক্রবার রাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসি বাস ডিপোতে রাখা ১১টি বাস আগুনে পুড়ে যায়। তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে আকস্মিক অগ্নিকান্ডে এ বাসগুলো পুড়ে যায়। এই ১১টি বাসের মধ্যে ৮টি বাস সচল ছিল।’
তিনি বলেন, এই অগ্নিকান্ড কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এ অগ্নিকান্ডের সময় নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল সেটিও খতিয়ে দেখে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘœ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা, বাসের ছাদে যাত্রী বহন না করা ও ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন না করার বিষয়ে তদারকি করতে রাজধানীর মহাখালী, সায়েদাবাদ এবং গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক)কে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়।
এ ছাড়াও ভিজিলেন্স টিমের কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলমকে আহবায়ক এবং বাংলাদেশ পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সদস্য মো. সালাহ উদ্দিন এবং বিআরটিএ’র উপ-পরিচালক মো. মাসুদ আলমকে সদস্য করে একটি মনিটরিং টিম গঠন করা হয়।
মতবিনিময় সভায় বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান ও বাংলাদেশ পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ পরিবহন মালিক ও নেতারাসহ বিআরটিএ’র উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • তামিম ১০ জুন, ২০১৮, ১:১৫ এএম says : 0
    আমরা কী ভুল দেখি না ভুল শুনি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

৯ জানুয়ারি, ২০২৩
২৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ