পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর বঙ্গোপসাগরে গতকাল (শনিবার) লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্ষারোহী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমেই সারাদেশে বিস্তার লাভের পাশাপাশি সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হলো। এরফলে চলতি সপ্তাহে মেঘ, বৃষ্টি-বাদলের ঘনঘটা বেড়ে যেতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়।
সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এদিকে সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর বিস্তার সত্তে¡ও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩৫.১ এবং ২৭ ডিগ্রি সে.। ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ঝরেনি। তবে বিক্ষিপ্ত বর্ষণে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সীতাকুÐে ৬৯ মিলিমিটার।
এদিকে সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার নৌযানসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, গতকাল সকালে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে গুমোট আবহাওয়া কেটে গতকাল বিকেল থেকে বয়ে যায় দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। ভ্যাপসা গরম কেটে যেতে শুরু করেছে। আবহাওয়া বিভাগ বলছে, বৃষ্টিপাতের হার আরও বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামে গতকাল ২৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উপর বিস্তার লাভ করেছে। আজ (রোববার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহ কেটে যেতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর পরের ৫ দিনের বৃষ্টিপাতের প্রবণতা কমবে এবং দেশের অবশিষ্ট অঞ্চলে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।