Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি হজযাত্রী গাইড নিয়োগ চূড়ান্ত

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের দেখ-ভাল করতে ১৪৯ জন হজ গাইড নিয়োগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের গাইড করা এবং মিনা, আরাফা, মুজদালিফা ও অন্যান্য স্থানে হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ১৪৯ জন হজ গাইড নিয়োগ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে । জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ গাইড নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন শর্তে তাদের এ নিয়োগ দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, হজ গাইডকে তার ওপর অর্পিত সকল দায়িত্ব পালন করতে হবে। সরকারি ব্যবস্থাপনার প্রতি ৪৫ জন হজযাত্রীর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবেন হজ গাইড। তিনি হজযাত্রীদের সঙ্গে বিনীত, ন¤্র ও ভদ্র আচরণ করবেন। হজযাত্রীদের হজের আরকান-আহকাম ও হজ সফরের যাবতীয় বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক হজ গাইডকে শরিয়ত ও সুন্নতের অনুসারী হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ