Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গোল্ডেন ইস্পাত লিমিটেডের আইএসও সনদ লাভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

বন্দরনগরী চট্টগ্রামের খ্যাতনামা ইস্পাত নির্মাণকারী প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত লিমিটেডকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করেছে আন্তর্জাতিক মানের আইএসও সনদ প্রদানকারী সংস্থা ইউনিসার্ট। গত ৭ জুন চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে গোল্ডেন ইস্পাতের পক্ষে সনদ গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম। সনদ প্রদান করেন ইউনিসার্ট-এর এশিয়া অঞ্চলের ডিরেক্টর, বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ডের (বিএবি) প্রথম ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার এম লিয়াকত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসার্ট-এর পরিচালক আব্দুল কাদের, গোল্ডেন ইস্পাতের পরিচালক মো. সরোয়ার আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপক জয়নাল আবেদিন এবং সহকারী ব্যবস্থাপক আনিছউদ্দীন বাপ্পী। উল্লেখ্য, গোল্ডেন ইস্পাত লিমিটেড চট্টগ্রামের খ্যাতনামা শিল্পগোষ্ঠী ‘আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপে’র অঙ্গ প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোল্ডেন ইস্পাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ