Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিল

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

রূপালী ব্যাংক পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেছেন, কৃষি ব্যাংকের অতিথি সেক্টরে উন্নতির ধাপ এগিয়ে নিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের সৎ, আদর্শ ও ন্যায়-নীতির সাথে দায়িত্ব পালন করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক দায়িত্ব পালনে সচেতন হতে হবে। কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন মূখ্য আঞ্চলিক কমিটি চট্টগ্রাম পূর্ব-পশ্চিমের যৌথ আয়োজনে খতমে কোরআন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরবর্তীতে বিকেল সাড়ে ৫ টায় ষোলশহরস্থ কৃষি ব্যাংক ভবনে বিকেবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন মোহাম্মদ আকবর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এ.আর. এম ছালারে জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেদ হোসেন, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ নুরুন নবী, নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলী ও সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদক মন্ডলীসহ অন্য নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষি ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ