পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে দারিদ্র ও বৈষম্য বাড়ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশ আগে কোথায় ছিল এখন কোথায় পৌঁছেছে। বৈষম্য যতোটা বাড়ার কথা তেমনটা বাড়ছে না।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট পর্যালোচনার ওপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের দরুণ দেশে কোনো বৈষম্য ও দারিদ্র বাড়বে না। দারিদ্রের সংখ্যা অনেক কমে গেছে।
যারা বলছেন এ বাজেটের মাধ্যমে দারিদ্র ও বৈষম্য বাড়ছে তারা মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, কেউ কেউ এ বাজেটকে ভুয়া বাজেট বলছে। বাজেট কীভাবে ভুয়া হয়। যারা উন্নয়নকে স্বীকার করতে চায় না, যাদের দেশপ্রেম নেই ও নির্বোধ তারাই এ বাজেটকে ভুয়া বাজেট বলছে।
তারা এ বাজেটের সমালোচনা করছে। গতকালের প্রস্তাবিত বাজেটের ওপর সাংবাদিকদের করা প্রশ্নে উত্তেজিত হয়ে তিনি বলেন, আপনাদের এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। এগুলো কোনো প্রশ্নই না। কীভাবে বলছেন এটা গরীব মারার বাজেট। বৈষম্যের বাজেট। আপনারা কী বুঝেন। পরে অর্থমন্ত্রী প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।