বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ।
গ্রেফতারকৃত যাত্রীর নাম ইকবাল হোসেন (২৬)। তিনি চট্টগ্রামের সাজকানি থানার কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, ইকবাল ওমানের রাজধানী মাসকট থেকে সিলেটে আসেন শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে-এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এর পর স্বর্ণের বারগুলো ধরা পড়ে।
তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।