Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজান উপলক্ষে ‘অ্যামেজিং রমজান’ প্যাকেজ চালু করেছে বাংলালিংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

রমজান মাস উপলক্ষে ‘অ্যামেজিং রমজান’ নামের একটি প্যাকেজ চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এর মাধ্যমে গ্রাহকরা রমজান সম্পর্কিত স্বাস্থ্য টিপস, ইসলাম সংক্রান্ত ফ্রি ভিডিও, ইফতার-সেহেরির সময়সূচি, নামাজের সময়সূচিসহ আরও নানা ধরনের ইসলামিক সেবা পাবেন। দিন প্রতি মাত্র ২ টাকা ৪৪ পয়সায় পুরো রমজান মাস জুড়ে এই অফার পাওয়া যাবে। *২২০০*১৪৩# ডায়াল করে সার্ভিসটি চালু করা যাবে। এছাড়া ইফতারের আনন্দ দ্বিগুণ করতে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা সিক্স সিজনস হোটেল, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল, পিকাসো, লেকশোর হোটেল বনানী, প্লাটিনাম সুটস, হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হোটেল-রেস্টুরেন্টে ইফতার ও ডিনারের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। সর্বমোট ১৮টি জনপ্রিয় হোটল-রেস্টুরেন্টে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট কোড লিখে মেসেজ পাঠালেই বাংলালিংক গ্রাহকরা পুরো রমজান মাস জুড়ে এই সুবিধা পাবেন। বাংলালিংক-এর হেড অফ বেইজ ম্যানেজমেন্ট শাহরিয়ার হাসান বলেন, পবিত্র রমজান মাসে গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে বাংলালিংক বিভিন্ন অফার নিয়ে এসেছে। দেশজুড়ে বেশ কিছু সংখ্যক জনপ্রিয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের বিভিন্ন সুবিধা প্রদান করবে পুরো রমজান মাস জুড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান

২৮ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ