Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গতানুগতিক বাজেট -আবু আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ৮:৫৯ পিএম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ বলেছেন, দেশের ইতিহাসে সর্ব্বোচ ঘোষিত এ বাজেট একটি গতানুগতিক বাজেট। গতকাল বৃহস্পতিবার, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোণার পর বাজেট সর্ম্পকে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
আবু আহমেদ বলেন, এ বাজেটে নতুন কিছুই দেখছি না। পুঁজি বাজারের জন্য কিছু করার দরকার ছিল যা এ বাজেটে নেই। পুঁজি বাজারের কারসাজির ব্যপারেও কোন পদক্ষেপ নেই। ব্যাংক-বীমার ব্যপারে সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই। ট্যাক্স যতই দেখানো হোক না কেন এ বাজেট গতানুগতিক বাজেট হিসেবেই আমার মনে হচ্ছে।
তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে ৭ দশমিক ৮ জিডিপি বাস্তবায়নও সম্ভব হবে বলে আমার মনে হয় না। যে বাজেট দেয়া হচ্ছে, এর বাস্তাবয়ন একটি বড় চ্যালেঞ্জ। প্রতিবার এমন বাড়তি বা বড় আকারের বাজেট দেয়া হচ্ছে। পরবর্তীতে তা লক্ষ্যে পৌছাতে পারে না। এবারও তাই হবে বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে বাজেট লক্ষ্যমাত্রার জন্য প্রশাসনিক যে দক্ষতা প্রয়োজন তা আমাদের নেই। যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রযেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ