Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:১৪ পিএম
আজ ৭ই জুন, ৬ দফা দিবস। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে সকাল সাড়ে ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদের উদ্দেশ্যে রওয়ানা হলে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ৭ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা। এই দিনের ডাকা হরতালে পুলিশ ও ইপিআরের গুলিতে শহীদ হন ১০জন বাঙ্গালী। এই আন্দোলনের পথ ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথে এগুতে থাকে মুক্তিকামী বাঙালী জাতি। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ