Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর সব মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে -ডিএমপি কমিশনার

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : যেভাবে জঙ্গিবাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেয়া হয়েছে, সেভাবে রাজধানীর সব মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে। সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। মাদকের আখড়ায় অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর এসব কথা বলেন। প্রভাবশালী যেই হোক না কেন কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপরাধ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আছাদুজ্জামান মিয়া আরো বলেন, আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দিই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ