Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেন জাহাজ থেকে কণর্ফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। গতকাল (মঙ্গলবার) রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার সন্ধান মিলেনি। সোমবার রাত পৌনে ৯টায় চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটি এলাকায় এ ঘটনা ঘটে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভিনিয়া জাহাজের ওই ক্যাপ্টেনের নাম মার্কোপোলস ভেসিলিয়াস। গ্রিসের নাগরিক এই ক্যাপ্টেনের বয়স ৫৭ বছর। স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়ে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল মোঃ আবদুল গাফফার রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, তার সন্ধানে অভিযান অব্যাহত আছে। তবে এখনও তাকে পাওয়া যায়নি। তিনি বলেন, ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন। দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব বোট নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি- ১২ উদ্ধার অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কর্ণফুলী নদীতে ভাটা ছিল। জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুঁড়ে দিলেও তীব্র ¯্রােতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি। সবার চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ