Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শাহ আলমের ইন্তেÍকাল

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


এক্সপোলিঙ্ক রিসোর্স ও গোল্ডেন শেফ এর নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শাহ আলম গত ২৯ মে সন্ধ্যা ৭:১০ ঘটিকায় ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রণাঙ্গনে ১ নম্বর সেক্টরে তিনি অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। তিনি বাংলাদেশ বেতারের নিবন্ধিত সঙ্গীত শিল্পী ছিলেন।
তিন দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় পারিবারিক গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাঁকে অন্তিম শয়নে শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র সৈয়দ মোহাম্মদ নূর-এ আলম বাংলাদেশ নৌবাহিনীতে কমান্ডার পদে কর্মরত আছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ