Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এখন কোনো গণতন্ত্র নেই -চৌধুরী কামাল ইবনে ইউসুফ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুরে বিএনপির কোতয়ালী থানা ও শহর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার ফরিদপুর স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম সংগঠক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া,কোতয়ালী বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, শহর বিএনপিসাধারণ সম্পাদক- গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। সুষ্ঠু নির্বাচন হলে আবার বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিব এবং গণআন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্ত করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ