Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ার ইমাম মুয়াজ্জিনদের মধ্যে সম্মাননা প্রদান

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে গতকাল পৌর এলাকার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিমদের মাঝে বার্ষিক সম্মননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মেয়র মো. বেলাল হোসেনের সভাপতিত্বে তারই সভাকক্ষে সচিব কার্তিক চন্দ্র দাসের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার মুকুল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা ঈমাম মুয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, কাউন্সিলরদের পক্ষে এবিএম জহুরুল ইসলাম খান মিলনসহ প্রমুখ। সভার পূর্বেই কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ফরিদুল ইসলাম। সভায় পৌর এলাকার ৬০ জন ইমামকে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ও ৪৭ জন মুয়াজ্জিম কে ৪ হাজার টাকা হারে সর্বমোট ৪ লক্ষ ৮৮ হাজার টাকা বার্ষিক সম্মানী ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন ও মেয়র মোঃ বেলাল হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ