Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আ.লীগ নেতার নাম মাদক বিক্রেতার তালিকায় অন্তর্ভুক্তের প্রতিবাদে স্মারকলিপি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে দলীয় পরীক্ষিত নেতাদের নাম মাদকবিক্রেতাদের তালিকায় অন্তর্ভূক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, সাবেক ছাত্রলীগ সভাপতি ও দিঘলিয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রেজা বাচা, সাবেক ছাত্র নেতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিরত আলি রিয়াদ মনির, সেনহাটী ইউপি প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান মির্জাসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে অভিযোগ দিয়ে তাদেরকে মাদকের তালিকাভূক্তি করেছে। অথচ গত ৫ বছরে যারা মাদক মামলায় গ্রেফতার হয়েছে এবং মাদকের সাথে জড়িত তাদের কারও নাম ঐ তালিকায় নেই। যারা তালিকায় রয়েছে তারা দলীয় কোন্দলের শিকার এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের কাছের মানুষ। তাই এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নেতৃবৃন্দ স্বারকলিপি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, মহিলালীগের সভাপতি শামসুন নাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা নাজমিন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি ইউপি আওয়ামী লীগের সভাপতি মো: আফজাল হোসেনসহ কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ