Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাজেট অধিবেশন শুরু, চলবে ১২ জুলাই পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:২৮ পিএম | আপডেট : ৭:১১ পিএম, ৫ জুন, ২০১৮

বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এর আগে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।
এবছরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে এবারের বাজেট অধিবেশনই হচ্ছে শেষ বাজেট অধিবেশন। আগামী ৭ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন এবং ২৮ জুন সংসদে তা পাস হবে।
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অধিবেশনের বিরতি থাকবে। বিরতির পর ১৮ জুন ফের অধিবেশন শুরু হবে।
অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে জানা গেছে এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। নির্বাচনী বছরের বাজেট অধিবেশন হওয়ায় অনেক সময় একে ‘নির্বাচনী বাজেট’ও বলা হয়ে থাকে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ. স. ম ফিরোজ, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ অংশগ্রহণ করেন।
এদিকে সকালে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। তবে স্পিকার প্রয়োজন মনে করলে এর সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন। রমজানের সময় প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে। তবে ঈদের পর প্রতিদিন বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট অধিবেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ