Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়া চ্যারিটেবল মামলা খালেদা জিয়ার প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ আদালতে হাজির করা হয়নি। তবে খালেদা জিয়াকে আদালতে হাজিরের জন্য যে পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি হয়েছিল তা প্রত্যাহারের আদেশ দিয়েছেন বিচারক।এছাড়া খালেদা জিয়া এ মামলায় জামিন বাড়ানোর আবেদন করের আদালত আগামী ২৮ জুন পর্যন্ত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল সোমবার ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে জানতে কারা চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন দুদকের আইনজীবী। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ইনকিলাবকে বলেন, খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আনফিট, তাই তাঁকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতে এই প্রতিবেদন দিয়েছে। গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে হাজির করা এবং যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।
আদালতে খালেদা জিয়া পক্ষে সানাউল্লহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদার, জাকির হোসেন ভূঁইয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, আমিনুল ইসলাম, জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া, নুরুজ্জামান তপন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। আর দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডবিøউ) প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিন বেলা ১১টা ৬মিনিটের দিকে বিচারক এজলাসে উঠলে মামলাটির কার্যক্রম শুরু হয়। শুরুতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। আর গত ১৭ মে করা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদনটি মঞ্জুর করেন।
শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, গত চার মাসে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। তাতে বলা হয়, খালেদা জিয়া আনফিট টুডে। ধার্য তারিখের আগে-পড়ে তিনি সুস্থ থাকেন। তারিখ এলেই অসুস্থ হয়ে পড়েন। এতে মামলার বিচার কাজে বিলম্ব হচ্ছে। আসলে খালেদা জিয়া অসুস্থ কিনা, না খালেদা জিয়া আসেন না, নাকি কারা চিকিৎসক ইচ্ছা করে এই কাজ করছেন এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তাই তাঁকে আদালতে তলব করা হোক। মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না, তার প্রকৃত রহস্য জানতে কারা চিকিৎসককে আদালতে তলব করার আবেদন জানিয়েছি। আদালত বলেছেন, এ বিষয়টি দেখে আদেশ দেবেন।
এ মামলার অপর এক আসামি জিয়াউল ইসলাম মুন্না চিকিৎসা ও ওমরাহ হজ পালনের জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় দুদক এ মামলা করে। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
প্রসঙ্গত, দুদক দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রæয়ারি বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর পরই খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এ মামলায় জামিন হলেও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় জামিনে মুক্ত হতে পারছেন না সাবেক এই প্রধানমন্ত্রী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ