পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানায় সেবার মান উন্নত করার লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমাজে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। এ কারণে জনগণের প্রত্যাশা ও চাহিদা বাড়ছে।
রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, ‘জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পুলিশিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ। জনগণের সেবা প্রাপ্তি সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে ইনোভেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জনগণকে দ্রুততম সময়ে উন্নত সেবা প্রদান করবেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. এম সাদিকুর রহমান, মো. মহসিন হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।