Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশ প্রশাসনের সহায়তায় ইবির নিয়োগ বোর্ড

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ২:২৫ পিএম

পুলিশ প্রশাসনের সহায়তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ড করছে প্রশাসন। নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতা ও বহিরাগত চাকরী প্রত্যাশীদের আন্দোলন থামাতে পুলিশি এ সহযোগিতা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ৮টা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

জানা যায়, আজ (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক এবং আইসিটি সেলের কর্মকর্তা নিয়োগ বোর্ড শুরু হচ্ছে। এর আগে গত ৭ মে এসব নিয়োগ বোর্ড স্থগিত করে প্রশাসন। ছাত্রলীগের সাবেক ও বহিরাগত চাকরী প্রত্যাশী এবং বর্তমান নেতা-কর্মীদের আন্দোলনে এর আগে কয়েকবার এসব নিয়োগ বোর্ড স্থগিত হয়। এরপর গত ২৭ মে আবারো নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ ঘোষণায় একই দাবিতে গতকাল (শনিবার) রাত ৮টা থেকে আবারো আন্দোলনে নামে তারা। রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। তাদের সরিয়ে দিতে ইবি থানা ও কুষ্টিয়া থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। তবে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন কর্তাব্যাক্তিকে আসতে দেখা যায়নি বলে জানা গেছে।
পরে রাত সাড়ে এগারোটায় আন্দোলনকারীদের সরাতে পুলিশ একশনে যাবার প্রস্তুতি নেয়। এতে সকাল ১০টা পর্যন্ত আন্দোলন স্থগিত করে ফিরে যায় আন্দোলনকারীরা। এদিকে নিয়োগ বোর্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে কয়েক দফায় মাইকিং করেছে কতৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীদের আইডিকার্ডসহ চলাচল করার নির্দেশও দেয়া হয়েছে। একই সাথে মেইন গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র‌্যাবের টহল অব্যহত রাখা হয়েছে।

এবিষয়ে প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে মাইকিং হচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ