Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় পারিবারিক সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকরগাছিয়া গ্রামে পারিবারিক সংঘর্ষে রাসেল নামক এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ রোববার বেলা ১২টার দিকে ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নিহত রাসেল একবছর আগে একই এলাকার শিরিনকে বিয়ে করে। কিন্তু শিরিনের মামাতো ভাই সোহেল তাকে আগেই বিয়ে করতে চেয়েছিল। বিয়ের পরও তাকে স্বামীর ঘর ছেড়ে চলে আসার প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে প্রস্তাব রূপ নেয় হুমকিতে। যার ফলশ্রুতিতে পাকরগাছিয়া গ্রামের এক চায়ের দোকানে বসে সোহেল তার সহযোগী কবিরসহ আরো কয়েকজন মিলে রাসেলকে উপর্যুপরি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় রুবেল ও চম্পা নামক আরো দুজন গুরুতর আহত হন। আহতদের মুমূর্ষু অবস্থায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ