পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীসহ সারাদেশেই চলতে মাদক বিরোধী বিশেষ অভিযান। বিশেষ এ অভিযানে গতকাল পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে ১২৪জন নিহত হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল সকালে আরো ২জন নিহত হয়েছে।
জাকের উল্লাহ চকোরী কক্সবাজার থেকে জানান, কক্সবাজারের চকরিয়ায় দুগ্রæপের মধ্যে বন্দুকযুদ্ধে শাহাজাহান নিহত হয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটেছে। নিহত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী শাহজাহান চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ( মধ্যম বরইতলী বানিয়ারছড়া) এলাকার বাসিন্দা ও মৃত ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, পুলিশ এসল্ট ও বন মামলাসহ এক ডজনের অধিক মামলা রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজাহান বাহিনীর দুপক্ষের বন্দুক যুদ্ধের খবর পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং বন্দুক যুদ্ধে নিহত শাহজাহানের মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৪শ ইয়াবা, ১টি এলজি ও ২ রাউন্ড কাতুজ উদ্ধার চকরিয়া থানা পুলিশ।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাদ্দাম(৩৬) উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ার আবুল হাসেমের পুত্র। পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় মাদকের একটি চালান আসছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা একত্রিত হয়ে পুলিশের উপর গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা শর্টগানের ১৪ রাউন্ড গুলি চালায়। এসময় সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। পুলিশ আহত সাদ্দাম হোসেন, দুই’শ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, তিনটি কার্তুজ উদ্ধার করে। পরে সাদ্দাম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।