Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতি, ৩ জনকে কুপিয়ে আহত

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনজন।আহতরা হলেন- তপন সাহা (৪৫), তাঁর স্ত্রী করুণা রানী সাহা (৩৫) ও মেয়ে পলি সাহা (১৪)।শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি গ্রামে স্বপন সাহা ও তপন সাহা নামের দুই ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বপন সাহা জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়ির প্রায় সব ধরনের মূল্যবান সামগ্রী লুট করে। সেই সঙ্গে তাঁর ভাই তপন সাহার বাড়ির লোহার গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘরে থাকা সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত হন।আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ