Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নীলফামারীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জুয়েল রানা (২১) নামে এক যুবককে ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবক জেলার সদর উপজেলার খোকশাবাড়ী দক্ষিণ রামকলা গ্রামের শামসুল হকের ছেলে। শনিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ রায় দেন। জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুয়েল তাকে আটক করে নানাভাবে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জুয়েলকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে রাতেই ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ওই সাজা দেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত জুয়েলকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ