Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসির সার্ভার ত্রæটিতে সিম বিক্রি করতে পারছে না মোবাইল অপারেটররা

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) প্রধান সার্ভারে কারিগরি ত্রæটির কারনে মোবাইল অপারেটররা তাদের গ্রাহকদের কাছে সিম বিক্রি করতে পারছেন না। গতকাল (বৃহস্পতিবার) অপারেটরদের পক্ষে জানানো হয়, চলতি বছরে অন্তত ১০ বার এ ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে বুধবার দুপুর ১২টা থেকে সমস্যা প্রবল আকার ধারণ করে। দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রতিদিন সিম বিক্রি হয় ৩৮ থেকে ৩৯ হাজার। বাংলালিংক ও রবির সিমি বিক্রি হয় ২৭ থেকে ২৮ হাজারের কাছাকাছি। কিন্তু বুধবার দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত এসব অপারেটরের ৬/৭ হাজার সিমও বিক্রি হয়নি। সংশ্লিষ্টরা জানান, সিম বিক্রির সময় জাতীয় পরিচয়পত্রধারী গ্রাহকের আঙ্গুলের ছাপ নির্বাচন কমিশনের সার্ভারের মাধ্যমে নিশ্চিত করা হয়। এতে সাধারণত সময় লাগে দুই থেকে পাঁচ সেকেন্ড। কিন্তু বুধবার দুপুর থেকে এ সময় লাগছে ২০০ থেকে ৩০০ সেকেন্ড। আবার কখনও সাড়া না পাওয়ার ঘটনা ঘটছে। মোবাইল অপারেটরদের পক্ষে জানানো হয়, নির্বাচন কমিশনের এনআইডি শাখার সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে বলা হয়েছে,সার্ভারের কাজ চলছে। এদিকে সমস্যা সম্পর্কে নির্বাচন কমিশন সচিব মো; হেলালউদ্দীন আহমেদ গতকাল সন্ধ্যায় বলেন, এ ধরনের সমস্যা আছে বলে আমার জানা নেই। এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। এনআইডি মহাপরিচালক আমার পাশেই বসে আছেন। তিনিও এ সমস্যা সম্পর্কে কিছু জানেন না বলে আমাকে জানিয়েছেন। এদিকে এ প্রসঙ্গে মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবির বলেন, ইসির সার্ভার হচ্ছে অপারেটরদের লাইফ লাইন। এতে সমস্যা হওয়ার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অপারেটররা। পাশাপাশি গ্রাহকসেবাও সমস্যার মধ্যে পড়েছে। এটা দ্রæত সমাধান করা উচিত বলে মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ