Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে অজ্ঞাত মহিলার বিকৃত মাথার খুলি উদ্ধার

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ৩:৪০ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে বুড়বুড়িয়ায় শ্মশান (চিতা খলা)’র নিকটবর্তী স্থানে অজ্ঞাত এক লম্বা চুল ওয়ালা বিকৃত মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়- গত ৩০ মে সন্ধ্যায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া চিতা খলায় স্থানীয় ওই অজ্ঞাত মহিলার মাথার খুলি দেখতে পায়। খুলির মুখের মাংস ও এক চোখ খসে গেছে। এসময় স্থানীয় জনগণের মাঝে এক ভীতি ও উৎকণ্ঠা বিরাজ করায় এক পর্যায়ে পুলিশকে খবর দিলে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে ও অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই মহিলার মাথার খুলির সুরতহাল রিপোর্ট তৈরি করে । পরবর্তীতে থানা পুলিশের উদ্যোগে মৃত্যুর আসল রহস্য ও উদঘাটন করতে ওই খুলিকে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ (তদন্ত) জানান- লম্বা চুল থাকাতে একে মহিলা হিসেবে আখ্যায়িত করা ছাড়া মুখের মাংস পচে ও একটি চোখ খসে পড়ায় গিয়ে চেহারা চেনার কোন উপায় নেই। স্থানীয় মেম্বার আবুল কাশেম জানান - মাথার খুলিকে চিতাখলার নিকট পাওয়ার পর স্থানীয় উৎসুক জনতা সহ অন্যান্যরা অজ্ঞাত এ খুলিকে শনাক্ত করতে পারে নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ