Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ১ কেজি গাজা নিয়ে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ২:১২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ কেজি গাজা নিয়ে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোটালীপাড়া থানার এস আই/এস এম সামীম, এস আই আশরাফ আলী চৌধুরী, এস আই মো: হাদি আব্দুল্লাহ, এ এস আই নজরুল ইসলাম, এ এস আই রবিন মজুমদার ও শাহিদা শারমিন কলি, এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে, এ সময় উপজেলার মাঝবাড়ী এলাকা থেকে নাছরিন আক্তার (৫৫) ও গোয়ালঙ্ক ব্রিজের পশ্চিম পাশ্বের রাস্তা থেকে হায়দার আলী হাওলাদার (৫২) কে গ্রেফতার করে, এ সময় নাছরিনের হেফাজতে রাখা ২ শ গ্রাম ও হায়দার আলীর কাছ থেকে ৮ শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। নাছরিন গোপালগঞ্জ জেলার রঘুনাথপুর চরপাড়া গ্রামের মহাসিন মৃধার স্ত্রী ও হায়দার আলী গোয়ালঙ্ক গ্রামের মৃত এছহাক হাওলাদারের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান- ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ১ কেজি গাজা নিয়ে মহিলা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ