Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

৬২ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের চালবাজি

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম


কক্সবাজার ব্যুরো : ৬২ জন রোহিঙ্গা গোপনে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছে বলে প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে এরা কোন শরনার্থী শিবির থেকে কখন মিয়ানমারের আরাকান রাজ্যের কোন এলাকায় গেছেন তা জানা যায়নি। এদিকে গত রোববার ভোরেও ২৩ জন নারী-শিশু সীমান্ত পেরিয়ে টেকনাফে আশ্রয় নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তারা জানিয়েছে এখনো মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন থামেনি। এ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছে বলে প্রচারণাএক প্রকার বিভ্রান্তিকর বলেই মনে করছেন বাংলাদেশী কর্মকর্তারা। মিয়ানমার স্টেট কাউন্সিল থেকে প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয় এসব রোহিঙ্গারা গোপনে স্বেচ্ছায় বাংলাদেশের আশ্রয় শিবির থেকে তাদের স্বদেশে চলে গেছে। এদের ৪ জনকে নিয়মিত মামলায় আটক দেখানো হয় এবং অন্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এসব রোহিঙ্গাদের স্থানীয় মিয়ানমার কর্তৃপক্ষ আটক করে সীমান্তের নাকপুরা ট্রান্জিট ক্যাম্প স্থানান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ দাবী করেছে, বাংলাদেশ মিয়ানমার চুক্তি মত মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা স্বেচ্ছায় ফেরত গেলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। এই ৬২ জন রোহিঙ্গাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। একটি সূত্র দাবী করেছে, আসলে এই ৬২ জন রোহিঙ্গা মিয়ানমার কর্তৃপক্ষের হাতেই বন্দী ছিলেন। তাদেরকে ট্রান্জিট ক্যাম্প হস্তান্তর করা হয়েছে মাত্র।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ