Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় কোটি টাকার টেন্ডার কাজ ভাগ বাটোয়ারা

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার (দরপত্র বিজ্ঞপ্তি নং ০২/২০১৭-২০১৮খ্রি) অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা /বিশেষ বরাদ্দ তহবিলের বরাদ্দকৃত ৮৮ লক্ষ ২৪হাজার ৪শ ৭৯টাকার ৮টি উন্নয়ন কাজ নিজস্ব ঠিকাদারদের মাঝে ভাগ বাটোয়ারা করে দেয়ার প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরের স্থানীয় ডাকবাংলো হলরুমে সংবাদ সম্মেলন করে পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদাররা।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ঠিকাদার মো. শামীম মোল্যা বলেন, গত ২৮ মে সকাল ৯টায় প্রকৌশলী সদানন্দ রায়, সচিব মো. ইকরামুল হক চৌধূরী ও ওয়ার্ক এ্যাসিসটেন্ট মো. শাহিনুর রহমান এর যোগসাজসে ঠিকাদারদের অনুপস্থিতিতে গোপনে লটারীর মাধ্যমে নিজস্ব ঠিকাদারদের মাঝে ৮টি গ্রæপের কাজ ভাগ বাটোয়ারা করে দেন। লটারীর সময় টেন্ডার কমিটির কোন সদস্য বা কোন ঠিকাদাররা উপস্থিত ছিলেন না। বিষয়টি জানাজানি হলে ওইদিন সকাল ১০টায় ঠিকাদাররা পৌরসভায় উপস্থিত হয়ে প্রকৌশলী সদানন্দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং একজন কাউন্সিলর তাকে মারধর করার জন্য তেড়ে যান। পরে পৌর মেয়র মোজাফফর হোসেন সকল ঠিকাদারের সাথে আলোচনা করে প্রকৌশলী সদানন্দ রায়কে পুনরায় লটারী করার নির্দেশ দেয়। কিন্তু তিনি এ নির্দেশ উপেক্ষা করে অবৈধ পন্থায় কাজ পাইয়ে দেয়া ঠিকাদারদের পুনরায় কার্যাদেশ দেয়ার পায়তারা করছেন বলে ঠিকাদাররা সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. মাহাবুবুর আলম, সৈয়দ টুটুল, রাসেল আহম্মেদ, কামরুজ্জামান হাসান, কাজী আরিফ, মিরাজ মৃধা, আজিজার রহমান প্রমুখ।
এ ব্যাপারে টেন্ডার মূল্যায়ন কমিটির আহŸায়ক, প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস শেখ বলেন, লটারী করার দায়িত্ব মেয়র সাহেবের। সেখানে আমার উপন্থিতির কোন বাধ্যবাধকতা নেই। পৌরসভার প্রকৌশলী সদানন্দ রায় বলেন, ১০টা ৫মিনিটে আমি লটারীর কার্যক্রম শুরু করি। এখানে কোন অনিয়ম হয়নি। পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলুর কাছে টেন্ডার লটারীর বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এখন আমি কথা বলতে পারবো না। আমার অফিসে আসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ