বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ২০৫০ সালের পরিকল্পনা বাস্তবায়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। নগরীর উত্তরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন কাজ এগিয়ে চলেছে। স্মার্ট বাসযোগ্য নগরী রূপে গড়ে তুলতে আগামী বাজেটে নগরীতে সেকেন্ডারী ট্রান্সফার প্লান্ট স্থাপন, পাবলিক টয়লেট স্থাপন করার পরিকল্পনা রয়েছে। হাউজিং প্রকল্পের বিষয়ে বিশেষ বরাদ্দ দেয়া হবে। গতকাল দুপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মুক্ত রাজশাহীকে বাসযোগ্য নগরী রূপে গড়ে তুলেতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি, জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ কমিউনিটির নেতৃবৃন্দদের অংশগ্রহণে রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী বাজেট প্রণয়ন বিষয়ক ‘সেয়ারিং মিটিং অন বাজেট এফওয়াই ২০১৮-২০১৯ টুওয়ার্ডস এ রিসিলেন্ট সিটি’ বিষয়ক সভায় সভাপতির ভাষনে এসব কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জিআইজেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রভার্টি এন্ড জেন্ডার প্রকল্পের এ্যাডভাইজার উম্মুল হুসনা শবনম খানম। বক্তারা নগরীতে ডে কেয়ার সেন্টার স্থাপন, অটোগাড়ির ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ, বায়ুদুষণ, পরিবেশ দুষণ বিষয়ে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ, সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, ফারজানা রহমান, রফিকুল ইসলাম সেন্টু, শাবানা, ডলি খাতুন, সাহিন আক্তার হাসী, মেহেদী। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মোঃ আব্দুল হামিদ সরকার টেকন, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, , প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান।
থানায় রিমান্ডে নেয়া আসামির আত্মহত্যা
যশোর ব্যুরো : যশোরের বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে আনা হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় রিমান্ডে আনা তন্ময় সন্ধ্যায় থানা হাজত অভ্যন্তরের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। তার নাম তন্ময় কুন্ডু (২০)। সে বাঘারপাড়া পশ্চিমা বলরামপুর মাদ্রাসা কর্মচারী আসাদুজ্জামান হত্যা মামলার এজহার নামীয় ২ নম্বর আসামি। বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানিয়েছেন, তন্ময় আত্মহত্যা করেছে।
যশোরে গণপিটুনীতে ডাকাত নিহত
যশোরে গণপিটুনিতে বুলি (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুরে একদল ডাকাত গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করেছে। নিহত বুলি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।