পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নূরুল ইসলাম : ঈদ যাত্রায় ট্রেনই ভরসা। হাজার হাজার যাত্রীর প্রথম পছন্দ ট্রেন। কিন্তু টিকিট নিয়ে ভাবনা যেনো কাটছেই না। হাতে ট্রেনের টিকিট না পাওয়া পর্যন্ত কোনো বিশ্বাস নেই। অন্যান্য বছরের তুলনায় এবার ট্রেনে ভিড় আরও বেশি হবে। সরকারের পক্ষ থেকে সড়ক-মহাসড়কের অবস্থা যতো ভালই বলা হোক না কেনো সাধারণ মানুষ তা আর বিশ্বাস করতে চাইছে না। রাস্তার উপর তাদের যেনো আর আস্থা নেই। সুতরাং যেভাবেই হোক-চাই ট্রেনের টিকিট। চাহিদা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষও অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন সার্ভিস, প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তবে কোচ ও ইঞ্জিন সংকটের কারণে এ পরিকল্পনা বাস্তবায়নে বেগ পেতে হবে রেলওয়েকে। পাশাপাশি কোটা ও ভিআইপিদের জন্য অতিরিক্ত টিকিট সংরক্ষণের কারণে সাধারণ যাত্রীরা মোট আসনের ১০-১৫ শতাংশ টিকিট থেকে বঞ্চিত হতে পারেন। হতাশা প্রকাশ করা ছাড়া তাদের আর কিছুই করার থাকবে না।
ঈদ উপলক্ষে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে প্রায় ১৭০টি অতিরিক্ত কোচ সংযোজন করার পরিকল্পনা রয়েছে। এতে করে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ঢাকা-লালমনিরহাট রেলপথের লালমনি এক্সপ্রেসে ঈদের আগেই সংযোজন করা হচ্ছে নতুন কোচ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরী ১৪টি নতুন কোচ দিয়ে আগামী ৬ জুন থেকে লালমনি এক্সপ্রেস নতুন করে যাত্রা শুরু করবে। যাত্রীদের সেবার মান ধরে রাখতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। ঈদের আগে সবগুলো ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন হলো এর পরেও কি যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন? সংশ্লিষ্ট কর্মকর্তা এবার আগেবাগেই বলছেন, এবার টিকিটের জন্য অনেক চাপ হবে। কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশিদের লাইন আগের তুলনায় অনেক বড় হবে। মানুষের ভিড় সামলানো কষ্টকর হয়ে যাবে। এ জন্য র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে।
প্রতিবারের মতো এবারো রিকুইজিশন (আসন সংরক্ষণ) টিকিট নিয়ে বিপাকে আছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে, কাউকে চারটির বেশি টিকিট দেয়া যাবে না। অর্থাৎ সাধারণ যাত্রীদের বেলায় যে নিয়ম, ভিআইপিদের ক্ষেত্রেও তাই। এ ছাড়া রেলওয়ে কর্মকর্তা-কর্মচারি, মন্ত্রণালয়, রেলভবন, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদেরকেও এক সাথে চারটির বেশি টিকিট দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। তারপরেও কি সাধারণ যাত্রীরা টিকিট পাবেন? সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আসলে কি পরিমান যাত্রী ট্রেনে টিকিটের জন্য আসবেন সেটার উপর নির্ভর করছে তারা কতো টিকিট পাবেন না পাবেন। আমরা ধারনা করছি এবার যাত্রীর চাপ গতবারের চেয়ে কয়েক গুণ বেশি হবে। চাপ বেশি হলে তো আর টিকিট বাড়বে না। তখন টিকিট না পাওয়া যাত্রীর সংখ্যা বাড়বে। তবে ভুক্তভোগি যাত্রীদের অভিযোগ, ঈদে ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের টিকিটও সংরক্ষিত করা হয়। নির্ধারিত কোটার বাইরে এটা করা হয় বলে যাত্রীরা টিকিট পায় না।
এদিকে, টিকিট পাওয়ার পরেও ঈদের সময় যাত্রীরা আরামে ভ্রমণের সুযোগ পায় না বলে অভিযোগ রয়েছে। ঈদ যাত্রায় প্রতিটি ট্রেনের প্রতিটি কোচেই অতিরিক্ত যাত্রী তোলা হয়। তাদের চাপাচাপিতে আসনের যাত্রীরা ঠিকমতো বসতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, মালামাল নিয়ে নিরাপত্তাহীনতায় থাকেন আরও কতো সমস্যা। পশ্চিমাঞ্চলে এই সমস্যা খুবই প্রকট। সেখানে প্রতিটি ট্রেনে হাজার হাজার যাত্রী তোলা হয় ছাদে। এসব যাত্রীদের বেশিরভাগই টিকিট কাটে না। পুলিশ ও গার্ডকে ঘুষ দিয়ে তারা ট্রেনে ভ্রমণ করে।
রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এ প্রসঙ্গে বলেন, ঈদ উপলক্ষে রলওয়ে অতিরিক্ত প্রায় পৌনে তিন লাখ যাত্রী পরিবহনের পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থাও নেয়া হয়েছে। আশা করছি অন্যান্যবারের চেয়ে এ বছর ট্রেনে ঈদযাত্রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হবে। কোনো ট্রেন বিকল হলে সেক্ষেত্রে বিকল্প ট্রেনের ব্যবস্থাও থাকবে এবার বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রেলকে গণমানুষের পরিবহন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে রেলের সেবার মান অনেক উন্নত হয়েছে এটা সবাই জানে। ভবিষ্যতে রেলের সেবার মান আরও উন্নত হবে ইনশাল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।