Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐতিহ্যবাহী জামদানী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৪৮ পিএম

বিনোদন রিপোর্ট: তরুণ নাট্য নির্মাতা অনিরুদ্ধ রাসেল এবার চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন। তার চলচ্চিত্রের নাম ‘জামদানী’। বাংলাদেশের ঐতিহ্য জামদানী। এই ডিজাইনের ঐতিহ্য এবং সারাবিশ্বে এর সম্ভাব্য চাহিদা এবং এ শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবনযাত্রা নিয়ে গড়ে উঠবে এই চলচ্চিত্রের কাহিনী। ভারটেক্স প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি। কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন মোস্তফা মনন। চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন এবং সিবা আলী খান। অনিরুদ্ধ রাসেল বলেন, বহুদিন ধরেই টিভি মিডিয়ায় কাজ করছি। এ পর্যন্ত অসংখ্য খÐ নাটক ও টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক নির্মাণ করেছি। তবে আমার স্বপ্নের একটি জায়গা হলো চলচ্চিত্র। এবার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রের প্রি প্রডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী কোরবানীর ঈদের আগে আমার চলচ্চিত্রের প্রথম লটের কাজ শুরু করবো। এছাড়া কোরবানী ঈদের পর দ্বিতীয় লটের কাজ করব। আমাদের দেশের পোষাক শিল্পের অন্যতম একটি ঐতিহ্য জামদানী নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রটি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আশা করি, আমার মেধা শ্রম এবং সংশ্লিষ্ট বিষয়ে অর্জিত আমার সব জ্ঞানের বহির্প্রকাশ ঘটাবো এই চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে।
ছবিঃ মিলন ও সিবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ