প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: ঈদের একটি বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। নাটকটির নাম নূরুল আলমের বিয়ে। নূরুল আলমের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আর সুবর্ণা মুস্তফাকে দেখা যাবে মহিলা ঘটকের চরিত্রে। বদরুল আনাম সৌদ’র রচনা এবং আরিফ খানের পরিচালনায় নির্মিত এই নাটকটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, নূরুল আলম দীর্ঘদিন ধরে বিপতœীক। দুই ছেলে তার, দুইজনই থাকেন দেশের বাইরে। এরমাঝে কখনো কখনো নিজের একজন জীবন সঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কাউকে কখনো বলে উঠতে পারেননি কথাটা। আর বলবেনই বা কিভাবে? বয়স তো কম হলো না তার। কিন্তু এবার অস্ট্রেলিয়ার প্রবাসী ছেলে বেড়াতে এসে নূরুল আলমকে বিয়ে করতে বলে। নূরুল আলম মনে মনে খুশী হলেও মুখে মুখে অনিচ্ছা প্রকাশ করে। তবে ছেলের জোরাজোরিতে বলে ব্যাপারটা ভেবে দেখবে সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।