Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে আসছে অ্যালবাম তোরে ছাড়া একলা লাগে

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : পহেলা বৈশাখে প্রকাশিত হবে ‘তোরে ছাড়া একলা লাগে’ শিরোনামের মিক্সড অ্যালবাম। এটি প্রকাশিত হবে সুরঞ্জলির ব্যানারে। অ্যালবামে গান থাকছে আটটি। সবগুলো গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কাজী শুভ, কিশোর, পুলক, লিজা, নদী ও ঐশী। উল্লেখ্যযোগ্য গানগুলোর শিরোনাম হলো- তোরে ছাড়া একলা লাগে, পাগলী, চোখের পলক চায়না পড়তে, তুমি আমার কে, বিধাতা জানে কত, তোকে ভেবে বাঁচতে চাই ইত্যাদি। গীতিকার সজীব শাহরিয়ার বলেন, চেষ্টা করেছি ভালো কিছু গান লিখতে। একটি গানও যদি শ্রোতাদের ভালো লাগে তবে আমার গান লেখা স্বার্থক হবে। সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, সজীবের সাথে আমার গানের বোঝাপড়াটা বেশ ভালো। যদিও সজীবের সাথে এটা আমার প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। সজীব গানগুলো দারুণ লিখেছে। আমি চেষ্টা করেছি ভালো সুর ও সংগীত পরিচালনা করার। আর প্রত্যেক শিল্পীই অসাধারণ গেয়েছে। আশা করছি, অ্যালবামের গানগুলো সকলের নজর কাড়বে। সুরঞ্জলির কর্ণধার কাইয়ুম খান বলেন, অ্যালবামের গানগুলো অনেক সময় নিয়ে করা হয়েছে। আশা করি, গানগুলো সবার ভালো লাগবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখে আসছে অ্যালবাম তোরে ছাড়া একলা লাগে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ