Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার্লিজ থেরন ‘ফাস্ট অ্যান্ড ফিরিয়াস’ অষ্টম পর্বে ভিলেন

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইউনিভার্সাল স্টুডিও’র দীর্ঘ ফ্র্যাঞ্চাইজ ‘ফাস্ট অ্যান্ড ফিরিয়াস’ অষ্টম পর্বে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন চার্লিজ থেরন।
চলচ্চিত্রটিতে চার্লিজের ভ‚মিকা এখনও স্পষ্ট নয়, তবে এটি যে খল হবে তা জানান হয়েছে। এই পর্বের জন্য প্রথম থেকেই অভিনেত্রীটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তখন চিত্রনাট্য পুরো পস্তুত না হওয়াতে তিনি তাৎক্ষণিক সায় দেননি। ক্রিস মরগান চিত্রনাট্য চ‚ড়ান্ত করার পর তিনি আর না করেননি।
চার্লিজ এতে কাজ শুরু করার আগে অবশ্য সোনির ‘দ্য গ্রে ম্যান’ ফিল্মটির কাজ নিয়েও ভাবতে হবে। এটি মূলত ছিল পুরুষকেন্দ্রিক, তবে চার্লিজ দৃশ্যপটে এলে তাকে নিয়েই ফিল্মটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এতে চিত্রনাট্য পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে নতুন কাজ নেবার সুযোগ সৃষ্টি হয়।
২০১৭’র ১৪ এপ্রিল মুক্তির দিন ধার্য করে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হবে। এফ. গ্যারি গ্রে’র পরিচালনায় এতে অভিনয় করবেন ভিন ডিজেল, ডোয়েন জনসন, টাইরিস গিবসন এবং মিশেল রডরিগেস।
চার্লিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য হান্টসম্যান : উইন্টার’স ওয়ার’ এবং ‘ব্রেইন অন ফায়ার’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার্লিজ থেরন ‘ফাস্ট অ্যান্ড ফিরিয়াস’ অষ্টম পর্বে ভিলেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ