Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ছাড়লেন মিহিকা ভার্মা

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মিহিকা ভার্মা ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ সিরিয়ালটি ছেড়ে দিয়েছেন। স্টার প্লাসের সিরিয়ালটিতে তিনি দিব্যাঙ্ক ত্রিপাঠি অভিনীত ডা. ঈশিতার চাচাতো বোন মিহিকা আয়ারের ভ‚মিকায় অভিনয় করছিলেন। সিরিয়ালটির শুরুর বছর থেকেই তিনি এর সঙ্গে ছিলেন।
চিরাচরিত সিরিয়ালের কাহিনী কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়ার কারণেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “সম্প্রতি সিরিয়ালটি সাত বছরের লিপ নিয়েছে। সিরিয়ালের অধিকাংশ অভিনয়শিল্পী থেকে যাবার সিদ্ধান্ত নিলেও মিহিকা জানিয়েছেন, তিনি বয়স্ক ভ‚মিকা করতে আগ্রহী নন। তিনি এরইমধ্যে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং নির্মাতারা তার জায়গায় কাকে নেয়া যায় তার সন্ধানে আছেন।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ছাড়লেন মিহিকা ভার্মা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ