Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় ৩ বছরের বেশি কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত -প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১১:৫২ এএম

রাজধানীর সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন, তাদের বদলি করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার কোচিংবাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ঢাকার কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিংবাণিজ্য করছেন।

প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তা হলে এর জন্য তো মন্ত্রণালয়- অধিদফতর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যেসব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

তবে এ মামলার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, প্রধান বিচারপতির এটি মন্তব্য, আদেশ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ